ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রবাসী কল্যাণ পরিষদ ছোট্ট দ্বীপ সমতুল্য আরব সাগর ঘেরা,পাথরের পাহাড় ঘেঁষা, উত্তপ্ত বালুকাময় মরুর দেশ আমিরাত,
আমিরাতী ও আরবদের ইতিহাস ঐতিহ্য এবং আরবদের সংস্কৃতি, শিশু ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আমিরাতে পরিবার নিয়ে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের স্বাধীনতা দিবস উদযাপন এর মিলন মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তরা একে একে নিজ মাতৃভাষা বাংলায় নিজেদের মত করে নিজস্ব অভিজ্ঞতা থেকে আরবদের
ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানের এক পর্যায়ে গান ও সংগীত এর পাশাপাশি কর্তৃপক্ষ শিশুদের খেলা ধুলা ও তাদের কে আনন্দ দিতে গ্রামীণ কিছু প্রদক্ষেপ নেয়।
সংগীতানুষ্ঠানের আয়োজন সহ বারবিকিউ পার্টি এবং নারী শিশু সকলের মিলনমেলার মধ্য দিয়ে একটুকরো সোনার বাংলা ফুটিয়ে তোলা হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী কল্যাণ পরিষদ সংগঠনের মান্যবর সাংগঠনিক সভাপতি বাবু তপন সরকার, সংগঠনের সহ সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মাহবুবুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক মো: মোরশেদ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, অর্থ সম্পাদক মহিউদ্দিন এবং ক্রিয়া বিষায়ক সম্পাদক আনোয়ারুল আজিম অশ্রুসহ সংগঠনের কার্যকরী সদস্যবৃন্দ ও সকলের পরিবার।
আলোচনা কালে সভাপতি বলছেন আমরা আগামীতে এরই ধারাবাহিকতায় আরব আমিরাত ও বাংলাদেশের জাতীয় দিবসগুলো এমন উৎসবমুখর মনমুগ্ধকর সুশৃংখল ভাবে উদযাপন করে আমিরাতে আমাদের সাংস্কৃতি ধরে রাখবো ।