বিশেষ সংবাদ

সংযুক্ত আরব আমিরাত ফুজাইরাহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 

WhatsApp Image 2021 02 21 at 11.26.10 AM

WhatsApp Image 2021 02 21 at 1.29.51 AM  বাংলাদেশ সমিতি ফুজাইরাহ শাখার নিজস্ব শহীদ মিনারে পুষ্পকস্তবন করেন বাংলাদেশ সমিতি প্রতিষ্ঠা

তা ফাউন্ডার মেম্বার আলহাজ্ব নুরুল আজিজ চৌধুরী, ভাইচ চেয়ারম্যান তপন সরকার, সেক্রেটারি ইন্জিনিয়ার মাসুদ পারভেজ, অফিস সেক্রেটারি (সভাপতি আল-আসদেকা সমিতি ফুজাইরাহ,) মাওলানা মোহাম্মদ ফারুক, বিজনেস সেক্রেটারি সাইফুর রহমান, স্পোর্টস সেক্রেটারি সুজন দাস, হেলথ সেক্রটারি হেলাল নুর, জয়েন সেক্রেটারি মোহাম্মামদ মাহবুব, রিলিজিন সেক্রটারি আইয়ুব, অর্গানাইজিং সেক্রেটারি বেলাল হোসেন রানা, 

WhatsApp Image 2021 02 21 at 1.29.06 AM

পাবলিক রিলিজন সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেম, ট্রেজারার এনায়তুর রহমান, কালচারাল সেক্রেটারি রতন বালা, অফিস সহকারী মাওলানা শেখ জামাল, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ 

WhatsApp Image 2021 02 21 at 1.29.06 AM 1

মহিউদ্দিন, ফজল করিম, বকতেয়ার ইসলাম, উৎপল, অনলাইন পত্রিকা সাহসী খরব এর প্রকাশক এম.এ ফয়সাল, আরো অনেকে শহীদ মিনারে পুষ্পক অর্পন করেন, এতে প্রবাসী বাংলাদেশী হিসাবে গর্ভবোধ করেন।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button