বাংলাদেশ সমিতি ফুজাইরাহ শাখার নিজস্ব শহীদ মিনারে পুষ্পকস্তবন করেন বাংলাদেশ সমিতি প্রতিষ্ঠা
তা ফাউন্ডার মেম্বার আলহাজ্ব নুরুল আজিজ চৌধুরী, ভাইচ চেয়ারম্যান তপন সরকার, সেক্রেটারি ইন্জিনিয়ার মাসুদ পারভেজ, অফিস সেক্রেটারি (সভাপতি আল-আসদেকা সমিতি ফুজাইরাহ,) মাওলানা মোহাম্মদ ফারুক, বিজনেস সেক্রেটারি সাইফুর রহমান, স্পোর্টস সেক্রেটারি সুজন দাস, হেলথ সেক্রটারি হেলাল নুর, জয়েন সেক্রেটারি মোহাম্মামদ মাহবুব, রিলিজিন সেক্রটারি আইয়ুব, অর্গানাইজিং সেক্রেটারি বেলাল হোসেন রানা,
পাবলিক রিলিজন সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেম, ট্রেজারার এনায়তুর রহমান, কালচারাল সেক্রেটারি রতন বালা, অফিস সহকারী মাওলানা শেখ জামাল, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ
মহিউদ্দিন, ফজল করিম, বকতেয়ার ইসলাম, উৎপল, অনলাইন পত্রিকা সাহসী খরব এর প্রকাশক এম.এ ফয়সাল, আরো অনেকে শহীদ মিনারে পুষ্পক অর্পন করেন, এতে প্রবাসী বাংলাদেশী হিসাবে গর্ভবোধ করেন।