রাজধানীর কলাবাগানে সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছে এক নারী শিক্ষার্থী। স্বজনদের দাবি অনেক দিন ধরেই মেয়েটিকে উত্যক্ত করছিল ভবন মালিকের ছেলে আর তার বন্ধু। অভিযুক্তের স্বজনরা অবশ্য এমন দাবিকে অস্বীকার করছেন। পুলিস বলছে, আলামত সংগ্রহ করার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নেয়া হয়েছে।
সম্পর্কিত
এছাড়াও পডুন
Close - ঢাকার ধামরাইয়ে ভাতিজা উধাও চাচিকে নিয়েমার্চ ১, ২০২১