নতুন আইনের অধীনে বিক্ষোভকারীদের ২০ বছর পর্যন্ত জেল দেয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। সারাদেশের বিক্ষোভকারীদের এ সতর্কতা দিয়েছে তারা। বলেছে, সশস্ত্র বাহিনীর সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে জেল সহ জরিমানার ব্যবস্থা রয়েছে। রাজপথে সাজোয়া যান যখন টহল দিচ্ছে তখন সেনাবাহিনীর তরফ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।
১লা ফেব্রুয়ারি অং সান সুচির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সামরিক জান্তা। জারি করে এক বছরের জরুরি অবস্থা। কিন্তু এর প্রতিবাদে রাজপথে নেমে আসেন প্রতিবাদী জনতা। তারা সুচিসহ সব রাজবন্দির মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানাতে থাকেন।