তিনশ’র নীচে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থামানোর লক্ষ্য ছিল বাংলাদেশের। অন্যদিকে সফরকারীদের চাওয়া অন্তত ৩৫০ রান। পরিকল্পনা সফল হয়নি বাংলাদেশের। ক্যারিবিয়ানরা ঠিকই তাদের লক্ষ্য ছুঁয়ে রানের পাহাড় গড়ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ৩৫৫ রান। জশুয়া ডি সিলভা ৮৩ ও আলজারি জোসেফ অপরাজিত রয়েছেন ৫১ রানে।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। আগের দিনের ৫ উইকেটে ২২৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা এনক্রুমাহ বনার ও জশুয়া ডি সিলভা যোগ করেন আরো ৪৩ রান। শুক্রবার দ্বিতীয় দিনের প্রায় একঘণ্টা পর বনারকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। সেঞ্চুরির পথে থাকা বনারকে (৯০ রান) সাজঘরে ফিরিয়ে পঞ্চম উইকেটে ৮৮ রানের জুটি ভাঙেন মিরাজ।
বনার ফেরার পরই দ্রুত গতিতে রান তোলায় ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজ।
ক্রিজে এসেই বড় শট খেলতে থাকেন আলজারি জোসেফ। এরই মধ্যে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ফিফটি তুলে নিয়েছেন জোসেফ। সপ্তম উইকেট জুটিতে ডি সিলভা-জোসেফ ১৮৩ বলে যোগ করেছেন ৮৯ রান। কেমার রোচের বদলি হিসেবে ঢাকা টেস্টে সুযোগ পেয়েছেন জোসেফ। দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশি বোলারদের উপর ছড়ি ঘোরাচ্ছেন জোসেফ-ডি সিলভা। উইকেটরক্ষক-ব্যাটসম্যান জশুয়া ডি সিলভা রয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পথে।