দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়কের দায়িত্ব পেয়েছেন ফারহানা আইরিন।
২৩ ফেব্রুয়ারী দুপুরে এ কমিটির ঘোষণা দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার, ফেনী জেলা জাতীয় পার্টির উপদেষ্টা ও ফেনী-৩ আসনের সাংসদ লেঃ জেনারেল (অব.) মাসুদ উদ্দীন চৌধুরী।
এ কমিটির সদস্য সচিব হয়েছেন ইলিয়াস বাচ্চু। কমিটি ঘোষণাকালে ফেনী জেলা জাতীয় পার্টির আহবায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, প্রথম যুগ্ম-আহবায়ক ও (চলতি দায়িত্বের সদস্য সচিব) ইকবাল আলমগীর, যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম (ভিপি জহির),আবদুল অদুদ, দাগনভুঞা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জহিরুল হক ভুঁইয়া,ফেনী সদর উপজেলা আহবায়ক আজিজুর রসুল মিলনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ফারহানা আইরিন দাগনভুঞা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক, ফেনী জেলা জাতীয় পার্টির সদস্য পদেও দায়িত্ব পালন করছেন।
ফারহানা আইরিনকে ইউনিয়ন কমিটির আহ্বায়ক করায় তিনি তার রাজনৈতিক অভিভাবক লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দীন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।