অন্যান্য

সোনাগাজী থানার ওসির প্রত্যাহার চাইলেন ঐক্যপরিষদ নেতা শুকদেব

ফেনী প্রতিনিধিঃ
ফেনীর সোনাগাজী মডেল থানার ওসি খালেদ দাইয়ানকে প্রত্যাহারের দাবী জানিয়েছেন ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি শুকদেব নাথ তপন। ফেনী শহিদ মিনার চত্বরে ফেনী জেলা জুয়েলারী সমিতি আয়োজিত এক প্রতিবাদ সভা ও মানববন্ধনে তিনি প্রশাসনের প্রতি এ দাবী জানান।
প্রসঙ্গতঃ ফেনীর সোনাগাজীর জমাদার বাজারে সম্প্রতি একটি স্বর্ণ দোকান ডাকাতি হয়। ডাকাতরা দোকান মালিক অর্জুন ভাদুড়ীকে কুপিয়ে আহত করলে গত বারোদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অর্জুন ভাদুড়ীর মৃত্য ঘটনায় জেলা জুয়েলারী সমিতি এ প্রতিবাদ সভার আয়োজন করে। জুয়েলারী সমিতির সভাপতি ইসমাইল হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসুচীতে ঐক্য পরিষদ নেতা শুকদেব নাথ তপন বলেন, সিসিটিভি ফুটেজে ডাকাতদের ছবি পাওয়া

WhatsApp Image 2022 11 17 at 8.48.08 AM
সোনাগাজী থানার ওসির 

গেছে তারপরও দূবৃর্ত্তদের এখন পর্যন্ত অদৃশ্য কারনে গ্রেফতার করতে পুলিশের ব্যর্থতায় সংক্ষুব্ধ হয়ে তিনি ওসিকে প্রত্যাহারের দাবী তুলেছেন।
এলাকাবাসী জানায় সোনাগাজীতে চুরি, ডাকাতির হার বেড়ে গেছে। নিত্য ঘটছে গরু চুরি। এসব ঘটনায় তারা চোর-ডাকাত আতংকে ভুগছেন। জনজীবনে শান্তি ও নিরাপত্তা বিনষ্ট হচ্ছে বিধায় তাঁরা স্থানীয় সংসদ সদস্য, ফেনী জেলা প্রশাসক, পুলিশ সুপার, পুলিশের চট্টগ্রাম রেন্জ ডিআইজি ও আইজিপির প্রতি আইনশৃংখলা পরিস্থিতি রক্ষায় প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আহবান জানান।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button