স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব নুরুল ইসলাম জিহাদী। রাত সাড়ে আটটার পর মন্ত্রীর ধানমন্ডির বাসায় এই দুই নেতা সাক্ষাৎ করতে যান বলে হেফাজতের একটি সূত্র মানবজমিনকে নিশ্চিত করেছে। সূত্রের দাবি চিকিৎসার জন্য ঢাকায় এসেছেন বাবুনগরী। মন্ত্রীর সঙ্গে এটি তার সৌজন্য সাক্ষাৎ। তবে বৈঠকে হেফাজতের গ্রেপ্তার নেতাকর্র্মীদের মুক্তি এবং মামলার বিষয়ে আলোচনা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।
এর আগে গত ৪ঠা মে নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে হেফাজতের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন। ওই বৈঠকে দেশজুড়ে গ্রেপ্তার হওয়া হেফাজত নেতাদের মুক্তি দেয়ার দাবি জানানো হয় হেফাজতের তরফে। এর আগে ১৯শে এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন হেফাজতের নেতারা।