বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে বৈঠকে বসছেন হেফাজতে ইসলামের নেতারা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসছেন হেফাজতে ইসলামের নেতারা। সোমবার রাতে মন্ত্রীর বাসভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান পরিস্থিতি নিয়ে রাত সাড়ে নয়টায় এ বৈঠক শুরু হবে। এতে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদীসহ কয়েকজন নেতা অংশ নেবেন। হেফাজতে ইসলাম নাকি সরকারের তরফে এই বৈঠকের উদ্যোগ নেয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। সূত্র জানায়, হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের টানাপড়েন কমিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে এই বৈঠক আহবান করা হয়েছে। সম্প্রতি হেফাজতের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তারে সংগঠনটিতে নানামুখি তৎপরতা চলছে। রোববার করনীয় টিক করতে ভার্চুয়াল বৈঠক করেন নেতারা।
যদিও ওই বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে হেফাজতের তরফে কিছু জানানো হয়নি।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button