বিশ্ব

সড়ক দুর্ঘটনায় আহত মরিয়ম নওয়াজের মেয়ে মেহেরুন

পাকিস্তান মুসলিম লীগের (এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের মেয়ে মেহেরুন নিসা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। রোববারের ওই দুর্ঘটনায় তিনি মাথায় আঘাত পেয়েছেন। মাথায় আগাতের কারণে মেহেরুন নিসাকে অস্ত্রোপচার করতে হয়েছে। তাকে শরিফ মেডিকেল সিটিতে ভর্তির পর নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর মেহেরুন নিসার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার জীবন নিয়ে কোনো শঙ্কা নেই।
তবে তিনি এখন শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগের মুখপাত্র আওরঙ্গজেব। তিনি জানান, মেয়ের দুর্ঘটনার খবরে বিমর্ষ হয়ে পড়েছেন মরিয়ম। তিনি পূর্বনির্ধারিত হায়দরাবাদ সফর পিছিয়ে দিয়েছেন।
দুর্ঘটনা কোথায় কীভাবে হয় সে বিষয়ে পাকিস্তান মুসলিম লীগের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button