বিশ্ব

হুতির দায় স্বীকার সৌদি বিমানবন্দরে ড্রোন হামলায় বেসামরিক বিমানে আগুন,

সৌদি আরবের আভা বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এতে বিমানবন্দরে থাকা একটি বেসামরিক বিমানে আগুন ধরে যায়। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। এ খবর দিয়েছে আল-জাজিরা।
হামলা নিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় আল-এখবারিয়া টেলিভিশনে একটি বক্তব্য প্রচার করেছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। এতে বলা হয়, আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি সন্ত্রাসীরা কাপুরোষোচিত হামলা চালিয়েছে। তবে আগুন দ্রুতই নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। এদিকে হামলার দায় স্বীকার করেছে ইরানপন্থী সংগঠন হুতি।
সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারেয়াই বলেন, তারা ড্রোন ব্যবহার করে এই হামলা চালিয়েছে।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button