বিশ্ব

হুতির ব্যালেস্টিক মিসাইল হামলা রিয়াদে

সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশ ভয়াবহ বিস্ফোরণে জ্বলে উঠলো। আলোকচ্ছটা ছড়িয়ে পড়লো চারদিকে। শনিবার রাতে রিয়াদকে টার্গেট করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মিসাইল হামলার পর এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে মিসাইলটিকে আকাশেই ধ্বংস করতে সক্ষম হয় সৌদি আরব। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি জানান, হুতিরা রিয়াদ টার্গেট করে মিসাইল হামলা চালিয়েছে। একইসঙ্গে তারা জিজান প্রদেশে তিনটি ড্রোন হামলা চালিয়েছে। খামিস মুশাইত শহরেও ড্রোন পাঠিয়েছে হুতিরা।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, একসঙ্গে এতোগুলো হামলা চালানো হলেও তাতে হতাহতের কোনো খবর জানানো হয়নি। যদিও রাষ্ট্রীয় টিভি আল-এখবারিয়াতে একটি বাড়ি বিধ্বস্ত হওয়ার কথা বলা হয়েছে। এদিকে হামলার দায় স্বীকার করেছে ইরানপন্থী সংগঠন হুতিও। তাদের দাবি, তারা একটি ব্যালেস্টিক মিসাইল ও ১৫টি ড্রোন হামলা চালিয়েছে। এগুলো সৌদি আরবের স্পর্শকাতর স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি সামরিক ঘাটিও রয়েছে।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button