বাংলাদেশ

হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী আর নেই

হেফাজতে ইসলামের আমীর ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ তথ্য সাহসী খবরকে  নিশ্চিত করেছেন হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০ টায় হাটহাজারী মাদ্রাসা থেকে চট্টগ্রামের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাবুনগরীকে। সেখানে দুপুর সাড়ে ১২ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শারীরিক দুর্বলতা, বার্ধক্যজনিত কারণে হাটহাজারী মাদ্রাসা থেকে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে চট্টগ্রাম নগরের সিএসসিআর নামক একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

সম্পর্কিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button