বনশ্রী ফরাজী ডেন্টাল হাসপাতাল ও নারী উদ্যোক্তা বাংলাদেশ (WEB)আয়োজিত ওয়ার্কশপ, ফেসবুক বুস্টিং ডিজিটাল মার্কেটিং পেমেন্ট গেট ওয়ে, উদ্যোক্তা হেলথ এওয়ার্নেস এবং সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান উদযাপিত হয়, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাজী হাসপাতাল লিমিটেড এবং ফরাজী ডেন্টাল হাসপাতাল এর চেয়ারম্যান ডাঃ আনোয়ার ফরাজী ইমন, web এর প্রেসিডেন্ট রুপা আহমেদ,সেলফ ডেভেলপমেন্ট স্পেশালাইজিস্ট রাজিব আহমেদ, আমিনুল ইসলাম শাহীন, মোঃ সাখাওয়াত উল্লাহ শান্ত সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে উদ্যোক্তা কে এ তানিস সহ সকল উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
সম্পর্কিত
এছাড়াও পডুন
Close - বিশ্ব বেতার দিবস আজফেব্রুয়ারি ১৩, ২০২১